১৭ থেকে ২৫ জুন, ইএমকে সেন্টার, ঢাকা
পোশাকের প্রদর্শনী
সিম্ফনি অফ নিডলওয়ার্ক
জনপ্রিয় ফ্যাশন হাউজ বিবিয়ানা’র উদ্যোগে ১৭ জুন থেকে ঢাকার ইএমকে সেন্টারে (বাড়ি-৫, রোড-২৭ পুরাতন, ধানমণ্ডি) শুরু হচ্ছে ‘সিম্ফনি অফ নিডলওয়ার্ক’ শীর্ষক এক পোশাক প্রদর্শনী। প্রদর্শনীটি ২৫ জুন পর্যন্ত শুক্রবার ছাড়া প্রতিদিন খোলা থাকবে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টার পর্যন্ত এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। আমেরিকান সেন্টারের এলুমনি এসোসিয়েশনের সমর্থনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে উঠে আসবে বাংলাদেশের ঐতিহ্যাবাহী সুচিশিল্পের রূপ।
সুচিতকর্ম এদেশের একটি ঐতিহ্যবাহী কারুশিল্প। বর্তমান যুগে যন্ত্রশিল্পের প্রসারের ফলে ঐতিহ্যবাহী এই শিল্প তার পুরনো অবস্থান অনেকাংশে হারিয়ে ফেলেছে। ফ্যাশন হাউজ বিবিয়ানা এই ঐতিহ্য ধরে রাখতে কাজ করে যাচ্ছে। সেই সাথে ঐতিহ্যবাহী সুচিকর্মের এই চর্চাটাকে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করাতে চায় বিবিয়ানা।
সাতদিন/এমজেড