সন্ধ্যা ৬টা ৩০ মি, ১৭ জুন, একুশে টিভি

ওয়ার্ল্ড স্টোরিস

এবারের প্রতিবেদনে: দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, মেক্সিকো ও মিশর

প্রযোজক : সাখাওয়াৎ লিটন
উপস্থাপনা : রাজিব জামান


‘ওয়ার্ল্ড স্টোরিস’ একটি পূর্ণাঙ্গ ওয়ার্ল্ড ম্যাগাজিন। এ অনুষ্ঠান বিশ্বের বিভিন্ন প্রান্তের আকর্ষণীয় বিভিন্ন বিষয় দর্শকদের সামনে নিয়ে আসে। একুশে টেলিভিশন বাংলায় এ অনুষ্ঠান প্রচারের মাধ্যমে দেশ ও বিশ্বকে দেশের মানুষের সামনে তুলে ধরার উদ্যোগ নিয়েছে।


লোসেথো, প্রতিবেশি দেশ দক্ষিণ আফ্রিকা চারপাশ থেকে এ দেশটিকে বেস্টন করে আছে। দক্ষিণ আফ্রিকায় পানি সরবরাহকারী দেশগুলোর অন্যতম লোসেথো। পানি বিক্রির বিনিময়ে লোসেথো শুধু আর্থিক ভাবেই লাভবান হচ্ছেনা, পুরো দেশের জন্য প্রয়োজনীয় জলবিদ্যুৎও প্রস্তুত করছে। বড় শহরে খেলার জায়গা বা মুক্ত বাতাসের অভাব। এ নিয়ে থাকছে একটি প্রতিবেদন।

মস্কোতে খেলার জায়গা তৈরি না করা এবং ধ্বংস করার অনেক অভিযোগ পাওয়া যায়। প্রকৌশলী আন্ড্রেই সাল-নি-কোভ প্রাচীন রূপকথার উপর ভিত্তি করে কাঠ দিয়ে একটি খেলার জায়গা তৈরি করছেন। এই কর্মকাণ্ডের উপর প্রতিবেদন দেখানো হবে ওয়ার্ল্ড স্টোরিসে।

মেক্সিকোর কোন কোন জায়গায়, শতাব্দী প্রাচীন কাল থেকে পোকামাকড় তাদের ঐতিহ্যবাহী খাদ্যের অন্তর্ভূক্ত। এ খাবার শুধু স্বাস্থ্যের জন্যই ভাল নয়, পৃথিবীর পরিবেশ রক্ষায়ও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পিউবেলা টেলিভিশনের প্রতিবেদক ফার্নান্দো মেন্ডোজা জানাচ্ছেন এর আদ্যোপান্ত।

মিশরে পানির তলদেশে পর্যটন ব্যবসা বর্তমানে বেশ বড় আকার ধারণ করেছে। ধীরে ধীরে এখানে পর্যটকরা আসতে শুরু করেছেন। পানির নিচের জীবন যেন আগের চেয়ে আরো বেশী বৈচিত্র্যপূর্ণ হয়ে তাদের কাছে ধরা দিয়েছে। আঞ্জা কোচ জানাচ্ছেন বিস্তারিত।

সাতদিন/এমজেড

১৭ জুন ২০১৫

ডকুমেন্টারি

 >  Last ›