দুপুর ১২টা ৪৫মি, ১৮ জুন, এটিএন বাংলা

নাটক :বুলেট খান

রচনা: বুন্দাবস দাস
পরিচালনা: মাহফুজ আহমেদ
অভিনয়: সুমাইয়া শিমু, আরেফিন শুভ, হাসান মাসুদ


গ্রামের দরিদ্র পরিবারের ছেলে বুলেট খান এখন বাংলাদেশের শীর্ষ নায়ক। অহংকারে মাটিতে তাঁর পা পড়ে না। যেখানে যান, সেখানেই অসংখ্য ভক্ত ঘিরে ধরে। দেশের সব মানুশ তাকে চিনবে, তাকে দেখে উচ্ছ্বসিত হয়ে উঠবে এমনটাই আশা করেন তিনি। তার আশা অনুযায়ী আচরণ মানুষের কাছ থেকে না পেলে তিনি রাগান্বিত হন। এমনই এক চরিত্রকে ঘিরে আবর্তিত হয় নাটক ‘বুলেট খান’এর গল্প।

বুন্দাবস দাস এর রচনা ও মাহফুজ আহমেদ এর পরিচালনায় নাটক “বুলেট খান” প্রচারিত হবে এটিএন বাংলায়। এতে অভিনয় করেছেন সুমাইয়া শিমু, আরেফিন শুভ, হাসান মাসুদ, সিদ্দিকুর রহমান দিলারা জামান প্রমুখ।

সাতদিন/এমজেড

 

১৮ জুন ২০১৫

নাটক

 >  Last ›