সকাল ১০টা ২০ মি, ১৮ জুন, বৈশাখী টিভি

‘আলাপ’এর অতিথি

নির্মাতা গাজী শুভ্র

প্রযোজনা: পলাশ মাহবুব
উপস্থাপনা: শান্তা জাহান


চারশ’র বেশি বিজ্ঞাপন চিত্র এবং একশ’র বেশি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন গাজী শুভ্র। প্রামাণ্যচিত্র ‘বিউটিফুল বাংলাদেশ’ নির্মাণ করে এ দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন তিনি। লাক্স-চ্যানেল আই সুপার স্টার এবং মার্কস অলরাউন্ডার-এর মত জনপ্রিয় অনুষ্ঠানও তিনিই নির্মাণ করেছেন। জনপ্রিয় এই নির্মাতা আসছেন বৈশাখী টেলিভিশনের নিয়মিত আড্ডার আয়োজন ‘আলাপ’এর অতিথি হয়ে।


পলাশ মাহবুবের প্রযোজনায় ‘আলাপ’ আনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনে প্রচারিত হয় সপ্তাহের প্রতি রবিবার থেকে বৃহষ্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে। অনুষ্ঠানটি উপস্থাপনা করে থাকেন শান্তা জাহান।

সাতদিন/এমজেড

১৮ জুন ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›