সন্ধ্যা ৭ টা ৩০ মি, ১৮ জুন, আর টিভি
আর রান্না'য় সম্প্রীতি
উপস্থাপনা: তুলনা আল হারুন
প্রযোজনা: শিবলী জিয়া
সেলিব্রেটিদের নিয়ে রান্নার অনুষ্ঠান 'আর রান্না'। অনষ্ঠানের প্রতি পর্বে একজন তারকা উপস্থিত থেকে রান্না করেন। অনুষ্ঠানে তিনি রান্না করে দেখান তার পছন্দের মজাদার একটি রেসিপি এবং একজন পুষ্টিবিদ কথা বলেন সেলিব্রেটির রান্না করা রেসিপি নিয়ে। অনুষ্ঠানটির এবারের পর্বের অতিথি নৃত্যশিল্পী সম্প্রীতি।
শিবলী জিয়ার প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছে মডেল- অভিনেত্রী তুলনা আল হারুন। আর রান্না প্রচারিত হয় আরটিভিতে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে।
সাতদিন/এমজেড