রাত ৮টা ৪০ মি, ১৮ জুন, এসএটিভি
ইয়ুথ ভয়েজ’এর এবারের স্পট
হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
অতিথি: অতিথি: প্রফেসর মোঃ রুহুল আমিন, প্রফেসর ড. মোঃ শাহাদাৎ হোসেন খান, মোঃ আসাদুজ্জামান জেমি, ডাঃ মোঃ মশিউর রহমান ও এস.এম.রাফায়েত হোসেন রাফু
উপস্থাপনা: মনিকা চৌধুরী
প্রযোজনা: বিকাশ সরকার
তরুণরা একটি দেশেরে মূল চালকিাশক্তি। ‘ইয়ুথ ভয়েজ’ অনুষ্ঠানে অংশগ্রহণ করছে দেশের বভিন্নি বশ্বিবদ্যিালয়রে ছাত্র-শিক্ষক, অভভিাবক ও বিভিন্ন স্তরের তারকারা। সামাজিক বিভিন্ন ইস্যু নিয়ে মুক্ত আলোচনার এই অনুষ্ঠান। অনুষ্ঠানটি পরিকল্পনায় জিনাত জেরিন আলতাফ এবং প্রযোজনা করেছেন বিকাশ সরকার।
ইয়ুথ ভয়েজের এবারের পর্বটি ধারণ করা হয়েছে দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি)। অনুষ্ঠানটির এবারের পর্বের বিষয় ‘তথ্যপ্রযুক্তি প্রসারের ফলে বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা প্রর্দশনের কতটা সুযোগ পাচ্ছে আমাদের তরুণ সমাজ’। আলোচক প্যানেলে রয়েছেন হাবিপ্রবি’র উপাচার্য প্রফেসর মোঃ রুহুল আমিন, হাবিপ্রবি’র ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মোঃ শাহাদাৎ হোসেন খান, হাবিপ্রবি’র ছাত্র মোঃ আসাদুজ্জামান জেমি, দিনাজপুর মেডিক্যাল কলেজের শিশু বিশেষজ্ঞ ডাঃ মোঃ মশিউর রহমান, রাফু সফটের ম্যানেজিং ডিরেক্টর এস.এম.রাফায়েত হোসেন রাফু।
এসএ টেলিভিশনে অনুষ্ঠানটির প্রচারিত হয় প্রতি বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে। এটি পুনঃপ্রচার করা হয় রবিবার সকাল ৯টায়।
সাতদিন/এমজেড