সন্ধ্যা ৬টা ৩০ মি, ১৮ জুন, একুশে টিভি
দেশজুড়ে ৭০৭তম পর্ব
প্রযোজক : সাখাওয়াৎ লিটন ও মানিক শিকদার
সঞ্চালক : জুলিয়া ইসলাম শিশির
প্রাকৃতিক সম্পদ, রূপ বৈচিত্র্য আর জনসম্পদের দেশ বাংলাদেশ। বিভিন্ন প্রতিকুলতার বিরুদ্ধে অবিরত যুদ্ধ করে সাফল্যের পথে এগিয়ে চলছে এদেশের মানুষ। আর দেশজুড়ে দল সেই সব গণ মানুষের কথা তুলে ধরছে সব সময়। সাফল্য-ব্যর্থতা, ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতির পাশাপাশি মানুষের হাসি-কান্নার চিত্র ফুটে ওঠে দেশজুড়ে অনুষ্ঠানে।
অনুষ্ঠানটির এবারের পর্বে রাজশাহীতে হারিয়ে যাওয়া ইতিহাসের সংগ্রহশালা নিয়ে থাকছে মূল প্রতিবেদন। অনুষ্ঠানে আরও উঠে এসেছে এগিয়ে যাওয়া নওগাঁর মেয়েদের কথা যারা এখন খেলছে ফুটবল ও ক্রিকেট। অনুষ্ঠানে আরও থাকছে চট্টগ্রামের কর্তালা বেলখাইন গ্রাম এবং ঐতিহ্য অংশে থাকছে বরিশালের বায়তুল আমান মসজিদ। সবশেষে নাটোরের স্থানীয় শিল্পীর পরিবেশনায় একটি গান প্রচারিত হবে।
সাতদিন/এমজেড