সন্ধ্যা ৭টা ৪০ মি, ১৯ জুন মাছরাঙা টিভি

এ সপ্তাহের নাটক

শুণ্যে শুণ্যতায়

রচনা ও পরিচালনা: মোহাম্মদ জিয়াউদ্দিন
অভিনয়: হিল্লোল, মৌসুমী নাগ


ক্যারিয়ারের উচ্চ শিখরে পৌঁছানোর জন্য বিবাহিত জীবনের পাঁচ বছর পেরিয়ে গেলেও সন্তান নিতে চায় না অর্পিতা। একসময় অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ভীষণ বিরক্ত হয় সে। স্বামীকে না জানিয়েই বাচ্চা নষ্ট করে ফেলে। এরপর থেকেই অর্পিতা নিয়মিতভাবে তার চারপাশে একটি বাচ্চার আর্তচিৎকার শুনতে পায়। ঘটনাটা একসময় এমন পর্যায়ে দাঁড়ায় যে, রীতিমত মানসিক সমস্যায় ভুগতে থাকে সে-এমন গল্প নিয়ে এগিয়ে যায় নাটক ‘শুণ্যে শুণ্যতায়’।


মোহাম্মদ জিয়াউদ্দিনের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন হিল্লোল, মৌসুমী নাগ প্রমুখ। মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।

সাতদিন/এমজেড

১৯ জুন ২০১৫

নাটক

 >  Last ›