সন্ধ্যা ৬টা ৩৫ মি, একুশে টিভি

নাটিকা: রোজাদার

রচনা: ইকবাল খন্দকার
পরিচালনা: দীপু হাজরা
অভিনয়: ড. ইনামুল হক, নিথর মাহবুব, আইরিন তানি


পবিত্র রমজান উপলক্ষে একুশে টেলিভিশন প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালার। এ উপলক্ষ্যে একুশে টেলিভিশনের প্রযোজনায় নির্মিত হয়েছে নাটিকা ‘রোজাদার’।

ধারাবাহিক আকারে এই নাটিকায় রমজান মাসের প্রতিদিন রোজার বিভিন্ন ভুলত্রুটি ও তার সমাধান তুলে ধরা হবে। পরবর্তীতে একজন মুফতী দ্বারা কোরআন ও হাদীসের আলোকে তার সঠিক ব্যাখ্যা প্রদান করা হয়ে থাকে।

নাটিকাটি রচনা করেছেন ইকবাল খন্দকার এবং পরিচালনা করেছেন দীপু হাজরা। এতে অভিনয় করেছেন ড. ইনামুল হক, পারভেজ আক্তার, পৃথু রাজ, শিখা, রেজাউর রহমান রিজভী, আইরিন তানি, নিথর মাহবুব, নীলা আফ্রাদ, মাহবুবুর রহমান, মম হোসেন, জেরিন, স্নিগ্ধা সিনহা, আতিকা মম, মেহজাবিন মেহা, অপসরী মৌ, আকাশ, নীল, সোহানা শারমিন প্রমুখ। রমজান মাসের প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে নাটিকাটি একুশে টেলিভিশনে প্রচার হবে।

সাতদিন/এমজেড

২০ জুন ২০১৫

নাটক

 >  Last ›