সন্ধ্যা ৬ টা ১০ মি, আরটিভি
ইফাদ মরুর ইফতার
উপস্থাপনা: নাবিলা
পরিকল্পনা: সৈয়দ আশিক রহমান
প্রযোজনা: সৈয়দ সাবাব আলী আরজু
রমজান মাস জুড়ে প্রতিদিন সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে মডেল ও উপস্থাপিকা নাবিলার উপস্থাপনায় আরটিভিতে প্রচারিত হচ্ছে ‘ইফাদ মরুর ইফতার’। এই অনুষ্ঠানে প্রতিটি পর্বে কাতার এবং বাহরাইনে বসবাসরত বাংলাদেশী গৃহিনীরা অংশ নিচ্ছেন। ইফতার রান্নার পাশাপাশি তাদের প্রবাস জীবনের অভিজ্ঞতার বর্ণনা ও স্থানীয় বিভিন্ন ঐতিহাসিক এবং দর্শনীয়স্থানসমূহের উপর নির্মিত তথ্যচিত্র এতে ধারাবাহিকভাবে দেখানো হবে।
মরুর ইফতারের শুটিং হয়েছে পার্ল কাতার, মুস্তাফা ভিলা, কফিল পার্ক, সার ভিলা, সেফাডেল, তুবলীসহ বিভিন্ন দর্শনীয় স্থানসমূহে। অনুষ্ঠানটির পরিকল্পনায় ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান এবং প্রযোজনায় ছিলেন সৈয়দ সাবাব আলী আরজু।
সাতদিন/এমজেড