রাত ৯টা, ২৬ জুন, মাছরাঙা টেলিভিশন
টিভির পর্দায় বেঙ্গল উচ্চাঙ্গসঙ্গীত উৎসব ২০১৩
বিদুষী গিরীজা দেবী
প্রযোজনা: স্বীকৃতি প্রসাদ বড়ুয়া
মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে উচ্চাঙ্গ সংগীতের অন্যতম বৃহৎ উৎসব ‘বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব ২০১৩’-এর ধারণকৃত অংশ। ২০১৩ সালের ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত চার দিনব্যাপী ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ উৎসবে উপমহাদেশের শতাধিক খ্যাতিমান শিল্পী সংগীত ও নৃত্য পরিবেশন করেন। এবারের পর্বে প্রচারিত হবে সংগীতশিল্পী বিদুষী গিরীজা দেবী’র পরিবেশনা।
বেনারশ ঘরনার প্রবীণ শিল্পী গিরীজা দেবী জন্ম ১৯২৯ সালে। তিনি সাধারণত খেয়াল, ঠুমরী, টপ্পা ও ভারতীয় লোকসঙ্গীত পরিবেশন করে থাকেন। তাঁর কন্ঠে ঠুমরী অঙ্গের গান নতুন এক রূপ পেয়েছে। তাই তাঁকে ‘কুইন অফ ঠুমরী’ বলা হয়।
গিরিজা দেবী বেনারশের জমিদার পরিবারে জন্মগ্রহন করেন। পিতার কাছে তাঁর সঙ্গীত শিক্ষা শুরু হয় মাত্র ৫ বছর বয়সে। সেই সাথে সারেঙ্গিবাদক সারজু প্রসাদ মিশ্র-এর কাছেও তিনি শিখতে শুরু করেন। পরবর্তীতে তিনি পণ্ডিত শ্রী চাঁদ মিশ্র-এর কাছে তালিম নেন।
২০১২ সালে তিনি ‘মহা সঙ্গীত সম্মান পুরস্কার’ ও ‘গিমা এওয়ার্ড’ (আজীবন সম্মাননা) পেয়েছেন। এ ছাড়া ডোভার লেন মিউজিক কনফারেন্সে ‘সঙ্গীত সম্মান পুরস্কার’সহ বহু পুরস্কার ও উপাধী পেয়েছেন।
সাতদিন/এমজেড