দুপুর ১২টা ১৫ মি, ২০ জুন, মাছরাঙা টিভি

এক বিরতির টেলিফিল্ম

অপেক্ষার বৃষ্টি

রচনা: জাকারিয়া সৌখিন
পরিচালনা: চয়নিকা চৌধুরী
অভিনয়ে: অপূর্ব, রিচি


মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে টেলিফিল্ম অপেক্ষার বৃষ্টি। গল্পে দেখা যাবে, একটি অদ্ভুত ঘটনার মধ্য দিয়ে পরিচয় হয় হৃদয় আর ঝুমুরের। হৃদয় ঢাকা শহর চষে বেড়ানো ছেলে, অন্যদিকে ঝুমুর শহরে নতুন। একটি স্বপ্ন নিয়ে সে এই শহরে এসেছে। ঝুমুর বিশ্বাস করে, স্বপ্ন ছাড়া মানুষ সফল হতে পারে না। কিন্তু হৃদয় ঠিক ঝুমুরের উল্টো। তার জীবনে কোনো স্বপ্ন নেই। সে তার মা-বাবার একান্ত বাধ্য ছেলে। তাদের কথা মতোই সে সব কিছু করার চেষ্টা করে। বিবিএ শেষ করার পর বাবার প্রতিষ্ঠানে তাকে যেতে বললেও সে অফিসের কাজকর্মের বিষয়ে একেবারেই নিরুৎসাহী। পথ চলতে চলতে হৃদয়-ঝুমুরের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। ঝুমুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিও হয়। একসময় বাবা-মার ওপর রাগ করে হৃদয় নিজেদের বাড়ি ছেড়ে ঝুমুরের বাসায় ওঠে। শুরু হয় নানা ধরনের জটিলতা। একদিন দুজনই একে অন্যের প্রতি টান অনুভব করে। কিন্তু মুখে বলা হয় না। মেঘ জমে জমে মনের আকাশ ভারী হয়ে ওঠে। অথচ বৃষ্টি ঝরছে না। বৃষ্টি কি ঝরবে? অপেক্ষা শুধু বৃষ্টির।


জাকারিয়া সৌখিনের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, শর্মিলী আহমেদ, রিচি সোলায়মান, অপূর্ব প্রমুখ।

সাতদিন/এমজেড

২০ জুন ২০১৫

নাটক

 >  Last ›