বিকাল ৪ টা ৪০ মি, ২০ জুন, মাছরাঙা টিভি

জিরোক্যাল ড্রিংকস অ্যান্ড ডেজার্ট-এ

চিত্রনায়ক শিপন

উপস্থাপনা: মৌটুসী
প্রযোজনা: অজয় পোদ্দার


মাছরাঙা টেলিভিশনে রমজান মাসের নিয়মিত আয়োজন ‘জিরোক্যাল ড্রিংকস অ্যান্ড ডেজার্ট’-এর এবারের পর্বের অতিথি চিত্রনায়ক শিপন। রমজানে স্বাস্থ্য উপযোগী নানারকম পানীয় এবং মিষ্টি খাবারের রেসিপি নিয়ে সাজানো অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জনপ্রিয় অভিনেত্রী মৌটুসী।


অনুষ্ঠানের প্রতি পর্বে একজন তারকা অতিথি নিজের পছন্দের রেসিপি তুলে ধরবেন। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে দর্শকদের পাঠানো রেসিপি থেকে বাছাইকৃত রেসিপিও থাকছে অনুষ্ঠানে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার। অনুষ্ঠানটি মাছরাঙা টেলিভিশনে প্রতিদিন বিকাল ৪ টা ৪০ মিনিটে প্রচারিত হবে।

সাতদিন/এমজেড

২০ জুন ২০১৫

ম্যাগাজিন

 >  Last ›