রাত ৮ টা ৩৫ মি, ১৯ জুন, মোহনা টিভি
‘বসুধা নাইট’এ গাইবেন
কণ্ঠশিল্পী এফ এ সুমন
প্রযোজনা: সৌমিত্র ঘোষ ইমন
উপস্থাপনা: নুসরাত জাহান
মোহনা টেলিভিশনের নিয়মিত সংগীতায়োজন ‘বসুধা নাইট’এ অতিথি হয়ে আসছেন কণ্ঠশিল্পী এফ এ সুমন। অনুষ্ঠানটি মোহনা টেলিভিশনের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হবে। অনুষ্ঠানে তিনি নিজের পছন্দের এবং দর্শকদের অনুরোধের গান পরিবেশন করবেন।
সৌমিত্র ঘোষ ইমনের প্রযোজনায় ‘বসুধা নাইট’ আনুষ্ঠানটি মোহনা টেলিভিশনে প্রচারিত হয় রাত ৮টা ৩৫ মিনিটে। আনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন নুসরাত জাহান।
সাতদিন/এমজেড