রাত ৯টা ৫ মি, ২৭ জুন, বাংলাভিশন
আমার আমি’তে ফেরদৌসী রহমান
উপস্থাপনা: রুমানা মালিক মুনমুন
প্রযোজনা: সাজ্জাদ হুসাইন
আমার আমি’তে আজকের পর্বের অতিথি বিশিষ্ট সংগীতশিল্পী ফেরদৌসী রহমান। আজ প্রচারিত হবে এই সংগীতশিল্পীকে নিয়ে অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। অনুষ্ঠানে তিনি কথা বলেছেন সঙ্গীতের বিভিন্ন বিষয় নিয়ে। এছাড়া আরও বলেছেন ব্যক্তিজীবনের গল্পসহ নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনার কথা।
ফেরদৌসী রহমানের গান শেখার শুরু পিতা আব্বাসউদ্দিনের কাছে। পরবর্তীতে ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরু, ইউসুফ খান কোরেইশী,কাদের জামেরী, গুল মোহাম্মদ খান ইত্যাদি সঙ্গীতজ্ঞের কাছে তালিম নিয়েছেন তিনি। নজরুলসংগীত ও লোকসংগীত গেয়ে খ্যাতি অর্জন করেন এই গুণী শিল্পী। তিনি বর্তমানে নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্য।
রূমানা মালিক মুনমুনের উপস্থাপনায় ‘আমার আমি’র আমার আমি অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি শনিবার রাত ৯টা ৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাজ্জাদ হুসাইন।
সাতদিন/এমজেড