রাত ৮টা ৩০ মি, ১৯ জুন, চ্যানেল নাইন

একক নাটক

ঘুম ভেঙ্গে উঠা সুর্যের ডাকে যাই

রচনা: রহমান মুস্তাফিজ পাভেল
পরিচালনা:সামির আহমেদ
অভিনয়:আলী যাকের, তিশা, শ্যামল


শায়লা টিউশনি করে। মাস শেষ হলেই সে স্বপ্ন দেখে টিউশনির বেতন দিয়ে এবার সে বিভিন্ন জিনিস কেনাকাটা করবে। কিন্তু মাস শেষ হলেও বেতন সে পায় না। রিজভী ও শায়লা, দু’জন দু’জনকে অপরিসীম ভালবাসে। বিয়ের ব্যাপারটা মোটামুটি ঠিক। দু’জনকে নিয়ে দু’জনের অজ¯্র স্বপ্ন। রিজভীর একটা প্রমোশন, কিংবা অন্য কোথাও ভাল একটা চাকরী তাদের এই স্বপ্ন পূরণের একমাত্র সহায়ক। কিন্তু তিন বছর যাবৎ অফিস সহকারী হিসেবেই আছে। প্রমোশনও নেই, বেতন বাড়ার নাম গন্ধও নেই। বরং, কলিগদের বিভিন্নরকম কাজের প্রেসার তাকে সামলাতে সামলাতে বাসায় ফিরতে অনেক রাত হয়ে যায়। শায়লা এবং রিজভীর দু’জনের কেউই তাদের কর্মক্ষেত্রে এসবের প্রতিবাদ করা তো দূরের কথা, উল্টো মুখ বুজে সব সহ্য করে নেয়। ফলাফল, দু’জনের সঙ্গে দু’জনের দেখা হলে কর্মক্ষেত্রর সমস্ত রাগ-ক্ষোভ দু’জন দু’জনের উদ্দেশ্যে ঝাড়তে থাকে। ফলে দেখা হওয়া মানে প্রথমে একচোট ঝগড়া হওয়া। তারপর ধীরে ধীরে দু’জন দু’জনের প্রতি সহানুভুতিশীল হওয়া। এমনই ভাবে চলছিল তাদের দিন। হঠাৎ করে রিজভীর কাজে অফিসের মালিক দারূন সন্তুষ্ট হয়ে তাকে একবারে চীফ একাউন্টেন্টস্ এর দায়িত্ব দিয়ে দেয়। বেতনও ডাবল। রিজভী বেশ খুশী হয়। শায়লা রিজভীকে নিয়ে রিজভীর স্যারের সাথে দেখা করতে যায়। রিজভীর স্যার আশরাফ সাহেব শায়লাকে দেখে অবাক। কারন রিজভীর স্যার এই আশরাফ সাহেবই শায়লাকে প্রতিবাদ করতে শিখিয়েছে। শায়লা রিজভীর পুরো ব্যাপার স্যারকে খুলে বলে। স্যার জিজ্ঞাসা করে রিজভী কেন এসবের প্রতিবাদ করেনি, বলেনি ? শায়লা জানায়, স্যার আপনি তো আমাকে প্রতিবাদ করতে শিখিয়েছেন।


রাত ৮টা ৩০ মিনিটে চ্যানেল নাইনে প্রচারিত হবে নাটক ‘ঘুম ভেঙ্গে উঠা সুর্যের ডাকে যাই’। নাটকটি রচনা রহমান মুস্তাফিজ পাভেল এবং পরিচালনায় সামির আহমেদ। অভিনয় করেছেন করেছেন আলী যাকের, তিশা, শ্যামল প্রমুখ।

১৯ জুন ২০১৫

নাটক

 >  Last ›