বৈজ্ঞানিক কল্পকাহিনী
টুমরোল্যান্ড
পরিচালনা: ব্র্যাড বার্ড
অভিনয়: জর্জ ক্লুনি, ব্রিট রবার্টসন, হিউজ লওরি
কেইসি নিউটন নামের এক মেয়ের মধ্যে এক অদ্ভুত ক্ষমতা দেখা দেয়। সে ভবিষ্যতের এমন এক সময়ে গিয়ে উপস্থিত হতে পারে যখন মানব সভ্যতা অনেক অনেক এগিয়ে গেছে। সেখানে গিয়ে দেখা চারিদিকে রোবটের ছড়াছড়ি আর বিশাল বিশাল সব অদ্ভুত স্থাপনা। ভবিষ্যৎ থেকে ঘুরে এসে সে তার এই অদ্ভুত ক্ষমতার কথা জানায় বিজ্ঞানী ফ্রাংক ওয়াকারকে। ফ্রাংক ওয়াকার এই টুমরোল্যান্ড নিয়েই গবেষণা করছিলেন এবং তিনি এর আগে সেখানে গিয়েছিলেন। বিজ্ঞানী ফ্র্যাংক এবং কেইসি এবার অভিযান শুরু করে সেই রহস্যময় স্থানের রহস্য উদঘাটনে। এমন এক গল্প নিয়ে নর্মিত হয়েছে চলচ্চিত্র ‘টুমরোল্যান্ড’।
১৩০ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রটি মুক্তি পায় ২০১৫ সালের ২২ মে। ব্র্যাড বার্ডের পরিচালনায় এই চলচ্চিত্রে অভিনয় করেছেন জর্জ ক্লুনি, ব্রিট রবার্টসন, হিউজ লওরি, রাফেই কাসিডি, টিম ম্যাকগ্র’সহ আরও অনেকে।
প্রদর্শনীর সূচি:
স্টার সিনেপ্লেক্স- সকাল ১১:১৫ ও সন্ধ্যা ৭:৩০
যোগাযোগ:
স্টার সিনেপ্লেক্স
ফোন নাম্বার: ৯১৩৮২৬০, ৯১৩৪০৯৮, ৯১৪০৮১৯
ই-মেইল: customerservices@cineplexbd.com
সাতদিন/এমজেড