রাত ৮টা ৪০ মি, ২১ জুন, এসএ টিভি

আমার ব্যালকনি’র অতিথি

ওয়াহিদা মল্লিক জলি ও রহমত আলী

উপস্থাপনা: শামীমা আখতার বেবী
প্রযোজনা: মুনতাহা মিথিলা


দেশের আলোচিত তারকা ব্যক্তিত্বদের নিয়ে এসএ টেলিভিশনের আড্ডার অনুষ্ঠান ‘আমার ব্যালকনি’র এবারের পর্বে অতিথি হিসেবে থাকছেন বাংলাদেশের অভিনয় জগতের দুই তারকা ব্যক্তিত্ব ওয়াহিদা মল্লিক জলি এবং রহমত আলী। বিবাহ বন্ধনে আবদ্ধ এই তারকা জুটি তাঁদের অভিনয় জীবনের কথার পাশাপাশি জানাবেন দাম্পত্য জীবনের নানান গল্প। আড্ডায় আরও উঠে আসবে তাঁদের শৈশব-কৈশোরের গল্প, বর্তমান জীবন যাপন এবং ভবিষ্যৎ পরিকল্পনা।


তাঁরা দুজনই ছিলেন রাজশাহীর একই এলাকার বাসিন্দা। রহমত আলী ছিলেন জলি’র বাবার একজন ছাত্র। সেই সুবাদে তাঁদের পরিচয় হয়। পরবর্তীতে জলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং রহমত আলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন। রহমত আলী পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসেন। একই সাথে তাঁরা মঞ্চ ও টিভি পর্দায় কাজ করেছেন। ১৯৯০ সালে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁরা দুজনই একই সাথে সফল শিক্ষক ও অভিনয়শিল্পী।

মুনতাহা মিথিলার প্রযোজনায় ‘আমার ব্যালকনি’ অনুষ্ঠানটি এসএ টেলিভিশনে প্রচারিত হচ্ছে প্রতি শনিবার রাত ৮টা ৪০ মিনিটে। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন এক সময়ের বিটিভির অন্যতম জনপ্রিয় উপস্থাপিকা শামীমা আখতার বেবী।

সাতদিন/এমজেড

২১ জুন ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›