রাত ৭টা ৪০ মি, ২১ জুন, আরটিভি
বাবা দিবসের নাটক
বাবা তোমাকে
রচনা: আরিফুল হক মুন্না
চিত্রনাট্য ও পরিচালনা: সুমন আনোয়ার
অভিনয়: তিশা, রওনক হাসান, লুৎফর রহমান জর্জ
দর্শকের গল্পে এবার নির্মিত হলো আরটিভির বাবা দিবসের নাটক বাবা তোমাকে। বাবা দিবস উপলক্ষে সারাদেশ থেকে গল্প নেয়া হয়। অসংখ্য গল্প বাছাইয়ের পর নাটকের গল্প বিজয়ী হয়েছেন ঝালকাঠির আরিফুল হক মুন্না। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার। অভিনয় করেছেন তিশা, রওনক হাসান, লুৎফর রহমান জর্জ।
বিপত্নীক এক পিতা ও তার দৃষ্টি প্রতিবন্ধী কন্যাকে ঘিরে গড়ে উঠেছে নাটকের কাহিনী। কন্যার জন্মের সময়ই তার মা মারা যায়। বাবা অনেক আদর-ভালোবাসায় লালন পালন করেছেন তার দৃষ্টিশক্তিহীন কন্যাকে। অনেক বিষয়ে সে বাবার উপর নির্ভরশীলও। এক সময় মেয়ের বিয়ে ঠিক করা হয়। কিন্তু পিতা ও কন্যার এই বিচ্ছেদ তারা কেউই মন থেকে মানতে পারে না।
সাতদিন/এমজেড