রাত ১১টা ৩০ মি, ২৭ জুন, জিটিভি
বাঙালী বিশ্বময় অনুষ্ঠানে
ওস্তাদ আলাউদ্দিন খাঁ-কে নিয়ে ২য় পর্ব
উপস্থাপনা রোকেয়া প্রাচী
পরিকল্পনা ও প্রযোজনা: বিংকু মুখার্জি
সহকারী পরিচালক: রিয়াজ আহমেদ
বিশ্বময় আলোড়ন সৃষ্টি করা কীর্তিমান বাঙালীদের তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে জিটিভির আয়োজন তথ্যচিত্র ‘বাঙালী বিশ্বময়’। আনুষ্ঠানটির এবারের পর্বটি নির্মিত হয়েছে উপমহাদেশের বিখ্যাত সংগীত ব্যক্তিত্ব সুরসাধক ওস্তাদ আলাউদ্দিন খাঁ’কে নিয়ে। অনুষ্ঠানে থাকছে তাঁর জীবন ও কর্ম সম্পর্কিত বিস্তারিত তথ্য, দুর্লভ ভিডিও ফুটেজ, তাঁর ঘনিষ্টজনদের সাক্ষাৎকার ইত্যাদি।
বর্তমান বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার শিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ। সুরের নেশায় তিনি ঘর ছেড়েছিলেন অতি অল্প বয়সে। কলকাতা ও ভারতের বভিন্ন স্থানে ঘুরে ঘুরে অনেক গুণী শিল্পীর কাছ থেকে সংগীতের নানা বিষয়ে শিক্ষা নিয়েছেন। তিনি মূলত সরোদশিল্পী হিসেবে বিখ্যাত হলেও বাজাতে পারতেন বেহালা, তবলা’সহ বহু উচ্চাঙ্গ বাদ্যযন্ত্র। তাঁর দুই সন্তান ওস্তাদ আলী আকবর খাঁ এবং অন্নপূর্ণা দেবীও উচ্চাঙ্গসংগীতের জগতে দুই নক্ষত্র হিসেবে বিবেচিত হন। এ ছাড়া তাঁর ছাত্র পণ্ডিত রবি শংকর ভারতীয় শাস্ত্রীয় সংগীতকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে অসামান্য অবদান রেখেছেন।
১৯৩৫ সালে তিনি নৃত্যশিল্পী পণ্ডিত উদয় শংকরের সাথে বিশ্ব ভ্রমণে বের হন। এ সময়ে তাঁরা বহু দেশে সংগীত পরিবেশন করে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। ইংল্যান্ডের রানী তাঁকে সুরসম্রাট খ্যাতাবে ভূষিত করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠা করা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে তিনি কিছুকাল সংগীতগুরু হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় খ্যাতাব পদ্মভূষণ’সহন বহু খ্যাতাব ও সম্মাননায় ভূষিত হয়েছেন।
নিংকু মুখার্জির পরিকল্পনা ও প্রযোজনায় ‘বাঙালী বিশ্বময়’ আনুষ্ঠানটি উপস্থপনা করে থাকেন জনপ্রিয় অভিনেত্রী রোকেয়া প্রাচী। অনুষ্ঠানটির সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন রিয়াজ আহমেদ।
সাতদিন/এমজেড