সকাল ৭টা ৩০ মি, ২১ জুন, চ্যানেল আই
গানে গানে সকাল শুরু’র অতিথি
ফাহমিদা নবী
প্রযোজনা: ইফতেখার মুনিম
চ্যানেল আই-এর গানের অনুষ্ঠান ‘গানে গানে সকাল শুরু’র এবারের পর্বের অতিথি ফাহমিদা নবী। ১৯৭৯ সালে গায়িকা জীবন শুরু করে তিন যুগ ধরে সাফল্যের সাথে গান গেয়ে যাচ্ছেন ফাহমিদা নবী। ঐতিহ্যবাহী সংগীত পরিবারে জন্ম গ্রহণ করা এই শিল্পীকে দেখা যাবে নতুন ভূমিকায়। এসএ টেলিভিশনের রান্নার অনুষ্ঠান ‘স্টার লাইন রান্নাঘর’-এ অতিথি হবে আসছেন তিনি।
ফাহমিদা মূলত আধুনিক বাংলা গান গেয়ে থাকেন। এছাড়া রবীন্দ্রসঙ্গীত এবং নজরুলসঙ্গীতও গেয়ে থাকেন। ২০১১ সালে তিনি ড. সেলিম আল দীন-এর লেখা ১০টি গান নিয়ে অ্যালবাম করেন ‘আকাশ ও সমুদ্র অপার’। বাপ্পা মজুমদারের সাথে যৌথভাবে তিনি ২০০৬ সালে বের করেন অ্যালবাম ‘এক মুঠো গান-১’। ২০১০ সালের ভালবাসা দিবসে বের হয় তাঁদের দ্বিতীয় অ্যালবাম ‘এক মুঠো গান-২’।
বাংলা চলচ্চিত্র ‘আহা!’তে লুকোচুরি লুকোচুরি গল্প গানটি গাওয়ার ফলে তিনি শ্রেষ্ঠ প্লেব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পান। এছাড়াও তিনি চ্যানেল আই পারফরম্যান্স অ্যাওয়ার্ড (২০০৮) ও মেরিল-প্রথম আলো পুরষ্কার (২০০৯) লাভ করেন।
ইফতেখার মুনিমের প্রযোজনায় ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানটি চ্যানেল আই’তে প্রতিদিন সকাল ৭টা ৩০ মিনিটে।
সাতদিন/এমজেড