রাত ৮টা ৪৫মি, ২১ জুন, এটিএন বাংলা
বাবা দিবসের নাটক
প্রিয় বাবা
রচনা ও পরিচালনা: শাহরিয়ার নাজিম জয়
অভিনয়: শাহরিয়ার নাজিম জয়, মৌসুমী নাগ, স্বাগতা
বাবা দিবস উপলক্ষে এটিএন বাংলায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘প্রিয় বাবা’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন শাহরিয়ার নাজিম জয়। অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়, তানিয়া আহমেদ, কল্যাণ কোরাইয়া, রুনা খান, শিশু শিল্পী জারা ও প্রমিহা।
একটি মেয়ে ও তার বাবার জীবন যুদ্ধের গল্প প্রিয় বাবা নাটকের মূল উপজীব্য। বাবার বয়স ৩৫, মেয়ের বয়স ৬, মা নেই সংসারে। অন্য কেউও নেই বাবা-মেয়ের সংসারে। বাবার চাকুরী নেই, টাকাও নেই। কিন্তু বাবা মেয়েকে কিছুই বুঝতে দিতে চায় না। মেয়েকে সে রাজকন্য বলে ডাকে। মেয়ের সব আবদার পুরন করার জন্য বাবা যে কষ্ট করে টাকার ব্যবস্থা করেন সেই কষ্টগুলো প্রত্যেক দর্শককে ভীষণভাবে নাড়া দেবে। কিন্তু মেয়ের সামনে বাবা রাজার মতোন থাকেন। কখনও সে সুপারম্যান, কখনও সে পৃথিবীর সবচেয়ে বড় জোকার, আবার কখনও সিনেমার নায়ক। বাবাকে ঘিরে মেয়ের আনন্দের সীমা নেই। বাবার মুখে লেগে থাকে চিরস্থায়ী হাঁসি। মেয়ের কোন কিছুতেই তার না নেই। কিন্তু গল্পের টার্নিং সেখানেই- যেখানে এসে মেয়েটি বুঝতে পারে তার বাবা’র হাঁসির পেছনে কতটা কান্না, কতটা কষ্ট লুকিয়ে রয়েছে। সে বুঝতে পারে তার আনন্দের জন্য বাবা কতবার তাকে মিথ্যে বলেছে, সে বুঝে তার বাবার জীবন যুদ্ধ। তারপর বাবার প্রতি মেয়ের ভালোবাসা শ্রদ্ধা আরও বেড়ে যায়।
সাতদিন/এমজেড