সন্ধ্যা ৭টা, ২২ জুন, যাত্রা বিরতী, ঢাকা
‘লাল বেগুনী স্বপ্ন’ এবং ‘মাটির ময়না’র প্রদর্শনী
৬ শিশু নির্মাতার স্বল্পদৈর্ঘ চলচ্চিত্রের সিরিজ ‘লাল বেগুনী স্বপ্ন’ প্রদর্শিত হবে ঢাকার যাত্রা বিরতীতে (৬০ কামাল আতাতুর্ক এভিন্যু)। সেই সাথে একই আয়োজনের অংশ হিসেবে প্রদর্শিত হবে অকাল প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদের কান পুরস্কারজয়ী চলচ্চিত্র ‘মাটির ময়না’। অপরদিকে ‘লাল বেগুনী স্বপ্ন’ শিরোনামের সিরিজে যাদের চলচ্চিত্র প্রদর্শিত হবে তারা হল—বন্যা, বৃষ্টি, ফারজানা, হাসান, জেসমিন এবং তনয়া। এই শিশু নির্মাতারা তাদের নিজেদের লেখা গল্পকে চলচ্চিত্রে রূপ দিয়েছে। সন্ধ্যা ৭টায় অনুষ্ঠানস্থল খুলে দেওয়া হবে। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ‘লাল বেগুনী স্বপ্ন’ এবং রাত ৮টায় ‘মাটির ময়না’ প্রদর্শিত হবে। ৩০০ টাকার টিকেটের বিনিময়ে যে কেউ আয়োজনটি উপভোগ করতে পারবেন।
সাংস্কৃতিক-সামাজিক সংগঠন পাড়া’র উদ্যোগে পথশিশুদের দ্বারা চলচ্চিত্র নির্মাণের নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। ছয়জন নির্বাচিত পথশিশুকে চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালায় প্রশিক্ষণ দেওয়া হয়। তারপর এই শিশুরা নিজেদের জীবন যাত্রা নিয়ে নির্মাণ করেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। তাদের সেই চলচ্চিত্রগুলোই একসাথে ‘লাল বেগুণী স্বপ্ন’ শিরোনামে প্রদর্শিত হচ্ছে।
অপরদিকে ‘মাটির ময়না’ আন্তর্জাতিকভাবে মুক্তি পায় ২০০২ সালে। এটি ২০০২ সালের কান চলচ্চিত্র উৎসবে ‘ফিপরেস্কি ক্রিটিকস এওয়ার্ড’ জয় করে। ছবিটি আন্তর্জাতিকভাবে পুরষ্কুত হলেও প্রাথমিক পর্যায়ে বাংলাদেশে নিষিদ্ধ ছিল। বহিষ্কারাদেশ বাতিল হবার পর ২০০৫ সালের ১৬ই এপ্রিল ডিভিডি ভার্সন প্রকাশিত হয়। ‘মাটির ময়না’ চলচ্চিত্রটি বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে অস্কার চলচ্চিত্র উৎসবে "শ্রেষ্ঠ বিদেশী ভাষার চলচ্চিত্র" বিভাগে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন লাভ করে।
সাতদিন/এমজেড