বিকাল ৪টা, ২২ জুন, আমেরিকান সেন্টার, ঢাকা
আমেরিকান সেন্টার মিউজিক বাজ
আমেরিকান সেন্টারে ‘মিউজিক বাজ’ শিরোনামে এক ভিন্নধর্মী সংগীতায়োজন করছে। এতে অংশ নিতে পারবেন সকল শ্রেণি পেশার মানুষ যারা মনে করেন যে তাদের একটু হলেও গান গাওয়ার ক্ষমতা রয়েছে। অনুষ্ঠানটি ২২ জুন বিকাল ৪টায় ঢাকাস্থ আমেরিকান সেন্টারে (প্লট-১, প্রগতী স্মরণী, ব্লক-জে, বারিধারা) শুরু হবে। যে কেউ এতে অংশ নিয়ে নিজের সংগীত প্রতিভাকে সবার সামনে তুলে ধরতে পারেন। আয়োজনের মূল উদ্দেশ্য গান-বাজনার সাথে আনন্দে মেতে থাকা।
সাতদিন/এমজেড