রাত ১১টা ৩০ মি, ২২ জুন, এটিএন বাংলা
ইরেশ যাকের-এর উপস্থাপনায়
‘কি অবস্থা?’র অতিথি আব্দুল বারী
বিষয়: পাবলিক ট্রান্সপোর্ট
অংশগ্রহনে: শবনম ফারিয়া ও আনন্দ খালেদ
পরিচালনা: রেদোয়ান রনি
নির্মাণ: পপকর্ন লাইভ ডট টিভি
সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, পারিপার্শ্বিক অবস্থা ইত্যাদিকে উপজীব্য করে নির্মিত হয়েছে স্যাটায়ার টক শো ‘কি অবস্থা?’। অনুষ্ঠানের উপস্থাপক ইরেশ যাকের সাতদিনকে জানান, তিনি এখানে একটি চরিত্র হিসেবে উপস্থিত থাকবেন এবং আমন্ত্রিত অতিথির সাথে আলাপচারিতায় অংশ নিবেন। তাঁদের কথপোকথনে হাস্যরসের মধ্য দিয়ে উপস্থাপিত হবে সমাজের নানান অসঙ্গতি। এই আড্ডার মাঝে আরেকটি চরিত্রের বেশে উপস্থিত হন মডেল শবনম ফারিয়া। তিনি ইরেশ যাকের-এর প্রেমিকা রূপে অনুষ্ঠানে আবির্ভূত হবেন। এছাড়া থাকবেন আনন্দ খালেদ। এভাবেই নানা হসি ঠাট্টার মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত এক আড্ডা উপহার দিবে।
অনুষ্ঠানের এবারের পর্বের অতিথি হিসেবে থাকছেন উজ্জ্বল। মারুফ রেহমানের রচনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন বিখ্যাত চলচ্চিত্র-পরিচালক ও নাট্যনির্মাতা রেদওয়ান রনি’র প্রতিষ্ঠান পপকর্ন লাইভ ডট টিভি।
সাতদিন/এমজেড