রাত ৯টা ২০ মি, ২২ জুন এবং

দুপুর ১২টা ২০ মি, ২৩ জুন, যমুনা টিভি

চলতে চলতে’র অতিথি

আবুল হায়াত

উপস্থাপনা: আইরিন খান
প্রযোজনা: ফয়সাল আহমেদ


যমুনা টেলিভিশনের নিয়মিত আড্ডার অনুষ্ঠান ‘চলতে চলতে’র এবারের পর্বের অতিথি প্রথিতযশা অভিনেতা আবুল হায়াত। আবুল হায়াতের জন্ম ১৯৪৪ সালের ৭ সেপ্টেম্বর, বর্তমান ভারতের মুর্শিদাবাদ জেলায়। পরবর্তীতে তাঁর পরিবার বাংলাদেশে বসবাস শুরু করে। তুখোড় অভিনেতা হিসেবে পরিচিত হলেও পেশায় তিনি একজন প্রকৌশলী। বুয়েট থেকে পাশ করে তিনি বাংলাদেশ ওয়াশার প্রকৌশলী হিসেবে কাজে যোগ দেন।


আবুল হায়াত ৫০০-এর বেশি টিভি নাটকে অভিনয় করেছেন। তবে তাঁর অভিনয় জীবন সুরু হয় মঞ্চে অভিনয়ের মাধ্যমে। পরবর্তীতে চলচ্চিত্রে অভিনয় করেও দর্শকদের মন জয় করেন এই গুণী অভিনয়শিল্পী। তাঁর অভিনয়ে মুক্তি পাওয়া চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আগুনের পরশমণি’, ‘জয়যাত্রা’, ‘দারুচিনি দ্বীপ’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ ইত্যাদি।

ফয়সাল আহমেদের প্রযোজনায় ‘চলতে চলতে’ অনুষ্ঠানটি যমুনা টেলিভিশনে প্রচারিত হয় সপ্তাহের প্রতি সোমবার রাত ৯টা ২০ মিনিটে এবং পূনঃপ্রচার করা হয় পরদিন মঙ্গলবার দুপুর ১২টা ২০ মিনিটে। অনুষ্ঠানটির এবারের পর্ব সঞ্চালনা করবেন আইরিন খান।

সাতদিন/এমজেড

২২ জুন ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›