বিকাল ৪টা, ২২ জুন, এসএ টিভি

মসজিদ নিয়ে তথ্যচিত্র

হাজার মসজিদের দেশে

এবারের বিষয়: গৌসুল আজম মসজিদ ও লালবাগ শাহী মসজিদ
প্রযোজনা: মফিজুল ইসলাম


মফিজুল ইসলাম এর প্রযোজনায় ঐতিহ্যবাহী মসজিদ নিয়ে তথ্যচিত্র “হাজার মসজিদের দেশে” একজন উপস্থাপকের মাধ্যমে বিভিন্ন ঐতিহ্যবাহী মসজিদের বিস্তারিত বর্ণনা এবং আঞ্চলিক মিথ উঠে আসে এ অনুষ্ঠানের মাধ্যমে। রমজান মাসের প্রতিদিন অনুষ্ঠানটি এসএ টেলিভিশনে প্রচারিত হচ্ছে প্রতিদিন বিকাল ৪টায়। অনুষ্ঠানটির এবারের পর্বে দেখানো হবে নোয়াখালীর গৌসুল আজম মসজিদ এবং ঢাকার লালবাগ শাহী মসজিদ নিয়ে প্রতিবেদন।


সাতদিন/এমজেড

২২ জুন ২০১৫

ডকুমেন্টারি

 >  Last ›