রাত ৮টা, ২২ জুন, মোহনা টিভি
‘ভালো আছি ভালো থেকো’র অতিথি
লিয়াকত আলী লাকী
উপস্থাপনা: তন্ময়া তানিয়া
প্রযোজনা: নজরুল ইসলাম আকাশ
মোহনা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘ভালো আছি ভালো থেকো’র এবারের পর্বের অতিথি বরেণ্য নাট্য ব্যক্তিত্ব লিয়াকত আলী লাকী এবং তাঁর সহধর্মিনী ক্রিস্টি হেফাজ। বাংলাদেশের নাটককে আন্তর্জাতিক আসরে পরিচয় করিয়ে দেওয়া, নাটকের মাধ্যমে শিক্ষা ও সচেতনতা তৈরি করা, দেশে প্রথমবারের মতো একটি নাট্যতথ্য ব্যাংক স্থাপনসহ ৬টি কর্মসূচিকে সমন্বয় করতে ১৯৯০ সালে পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন লিয়াকত আলী লাকী। তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোটের অন্যতম প্রতিষ্ঠাতা এবং বর্তমানে সহসভাপতি।
ইন্টারন্যাশনাল অ্যামেচার থিয়েটার অ্যাসোসিয়েশন বাংলাদেশ কেন্দ্রের প্রধান লিয়াকত আলী লাকী এশিয়ান রিজিওনাল কমিটির সহসভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি আইটিআই বাংলাদেশ কেন্দ্রের অনুষ্ঠান সম্পাদক। লিয়াকত আলী লাকী ২০০২ সালে তৃতীয়বারের মতো বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত হন। শিশুবিষয়ক আন্তর্জাতিক নাট্যসংগঠন আসিটেজের 'আর্টিস্টিক অ্যাক্সসেলেন্স ফর চিলড্রেন্স অ্যান্ড ইয়ুথ থিয়েটার' সম্মাননা ২০১১ লাভ করেছেন লিয়াকত আলী লাকী।
নজরুল ইসলাম আকাশের প্রযোজনায় ও তন্ময়া তানিয়ার উপস্থাপনায় সপ্তাহের প্রতি শনি থেকে সোমবার নিয়মিত ভাবে মোহনা টিভিতে সরাসরি সম্প্রচারিত হয় ‘ভালো আছি ভালো থেকো’। অনুষ্ঠানে একজন জনপ্রিয় সেলিব্রেটিকে অতিথি হিসেবে আমন্ত্রন জানানো হয়। অনুষ্ঠানে গল্প, আড্ডা, অতিথি জীবনের জানা অজানা নানা বিষয়ে আলাপ হয়।
সাতদিন/এমজেড