বিকাল ৩টা ৩০ মি, ২২ জুন, এসএ টিভি
অন্তরে মম’র এবারের ব্যক্তিত্ব
প্রত্নতত্ত্ববিদ আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া
প্রযোজনা: ইয়াকুব আলী মিঠু
সহকারী প্রযোজক: জহির উদ্দিন রবিন
বরেণ্য ব্যক্তিবর্গের জীবন ও কর্ম নিয়ে তথ্যচিত্রের অনুষ্ঠান ‘অন্তরে মম’ এসএ টেলভিশনে নিয়মিত প্রচারিত হয়ে আসছে। অনুষ্ঠানটির এবারের পর্বটি নির্মিত হয়েছে গবেষণায় একুশে পদক প্রাপ্ত খ্যাতিমান প্রত্নতত্ত্ববিদ আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া। ৯৭ বছর বয়স্ক এই প্রবীণ গবেষক মধ্যযুগের বাংলা সাহিত্য এবং নবাবি আমলের ইতিহাসের উপর গবেষণা করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে দীর্ঘ দিন সরকারি চাকুরী করেছেন এই গবেষক ও বহুভাষাবিদ। তিনি বাংলাদেশ সরকারের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ইয়াকুব আলী মিঠুর প্রযোজনায় ‘অন্তরে মম’ অনুষ্ঠানটি রমজান মাসে প্রতি বুধবারের পরিবর্তে সোমবার বিকাল ৩টা ৩০ মিনিটে প্রচারিত হচ্ছে। অনুষ্ঠানের সহকারী প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন জহির উদ্দিন রবিন।
সাতদিন/এমজেড