বিকাল ৪টা, ২৩ জুন, এসএ টিভি
মসজিদ নিয়ে তথ্যচিত্র
হাজার মসজিদের দেশে
এবারের বিষয়: গুলশান সেন্ট্রাল মসজিদ ও বায়তুল মোনায়েম মসজিদ
প্রযোজনা: মফিজুল ইসলাম
মফিজুল ইসলাম এর প্রযোজনায় ঐতিহ্যবাহী মসজিদ নিয়ে তথ্যচিত্র “হাজার মসজিদের দেশে” একজন উপস্থাপকের মাধ্যমে বিভিন্ন ঐতিহ্যবাহী মসজিদের বিস্তারিত বর্ণনা এবং আঞ্চলিক মিথ উঠে আসে এ অনুষ্ঠানের মাধ্যমে।
অনুষ্ঠানটির এবারের পর্বে দেখানো হবে ঢাকার বনানীতে অবস্থিত বায়তুল মোনায়েম মসজিদ এবং গুলশান সেন্ট্রাল মসজিদ নিয়ে প্রতিবেদন। রমজান মাসের প্রতিদিন অনুষ্ঠানটি এসএ টেলিভিশনে প্রচারিত হচ্ছে প্রতিদিন বিকাল ৪টায়।
সাতদিন/এমজেড