বিকাল ৪টা ১৫ মি, ২৮ জুলাই, চ্যানেল আই
আমার ছবি’তে নায়ক ইলিয়াস কাঞ্চন
উপস্থাপনা: শফিউজ্জামান খান লোদী
গ্রন্থনা ও নির্দেশনা: শামীম আলম দীপেন ও শফিউজ্জামান খান লোদী
চ্যানেল আই'য়ে প্রচারিত বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে ভিন্নমাত্রার সাপ্তাহিক অনুষ্ঠান 'আমার ছবি'তে এবার অতিথি হয়ে এসেছেন দেশীয় চলচ্চিত্রের সুপারস্টার,সড়ককে নিরাপদ করার সামাজিক আন্দোলনের পথিকৃত, নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চনের সাথে উপস্থাপক শফিউজ্জামান খান লোদীর আলাপচারিতায় উঠে এসেছে ইলিয়াস কাঞ্চনের চলচ্চিত্রে আগমন,সুপারস্টার হয়ে ওঠা এবং স্বর্ণোজ্জল সময়ে কেরিয়ারের তোয়াক্কা না করে সড়ককে নিরাপদ করার সামাজিক আন্দোলনের সাথে জড়িত হওয়া নিয়ে বিভিন্ন প্রসঙ্গ। সেই সাথে থাকছে ইলিয়াস কাঞ্চন অভিনীত উল্লেখযোগ্য বিভিন্ন ছবির দৃশ্যাবলী। উল্লেখ করা যেতে পারে ইলিয়াস কাঞ্চনকে নিয়ে আবর্তিত হয়েছে 'আমার ছবি'র ৭০৩ ও ৭০৪ এই দুইটি পর্ব। আগামী ২৩ জুন'২০১৫, মঙ্গলবার প্রচারিত হবে 'আমার ছবি'র ৭০৩তম পর্ব।আর এরই ধারাবাহিকতায় 'আমার ছবি'র ৭০৪তম পর্ব প্রচারিত হবে আগামী ৩০ জুন'২০১৫, মঙ্গলবার।
'আমার ছবি' অনুষ্ঠানটি বর্তমানে প্রতি মঙ্গলবার বিকাল ৪টা ১৫ মিনিটে প্রচারিত হয়। 'আমার ছবি'র পরিকল্পনা, গ্রন্থনা ও নির্দেশনায় শামীম আলম দীপেন ও শফিউজ্জামান খান লোদী। উপস্থাপনায় শফিউজ্জামান খান লোদী। সম্পাদনায় এ কে আজাদ। ইমপ্রেস টেলিফিল্ম-এর পরিবেশনায় 'আমার ছবি' অনুষ্ঠানটি প্রযোজনা করছে ড্রীম মার্চেন্ট।