বিকাল ৪টা ৫ মি, ২৩ জুন, একুশে টিভি

দেশজুড়ে সংলাপের এবারের বিষয়

বাল্যবিয়ে কন্যা শিশু ও নারীর জন্য অভিশাপ

অতিথি: ড. সাদেকা হালিম ও হুমায়রা আজিজ
প্রযোজনা: মাসুমা লিসা
সঞ্চালনা: জামিল আহমেদ


বাংলাদেশের শতকরা ৬৪ ভাগ কন্যা শিশুকে ১৮ বছর হওয়ার আগেই বিয়ে দেয়া হয়, ধর্মান্ধতা, কুসংস্কার ও সামাজিক নিরাপত্তাহীনতার অনিবার্য প্রতিফলন হলো বাল্য বিয়ে। দেশজুড়ে সংলাপের আজকের আলোচনার বিষয় “বাল্যবিয়ে কন্যা শিশু ও নারীর জন্য অভিশাপ” ও আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিবাদ দিবস।


এ বিষয়ে কথা বলতে এবারের পর্বে স্টুডিওতে উপস্থিত থাকছেন শিক্ষাবিদ ও সাবেক তথ্য কমিশনার ড. সাদেকা হালিম এবং ওমেন এন্ড গালর্স এম্পাওয়ারমেন্ট, কেয়ার বাংলাদেশ লিমিটেড-এর পরিচালক হুমায়রা আজিজ।

সাতদিন/এমজেড

২৩ জুন ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›