রাত ৯টা ৩০ মি, ২৫ জুন, এসএটিভি
স্টার লাইন রান্নাঘর’এ
নৃত্যশিল্পী শামীম আরা নীপা
প্রযোজনা: আবু জাফর রায়হান
প্রখ্যাত নৃত্যশিল্পী শামীম আরা নীপা বাংলাদেশে মননশীল নৃত্যকে জনপ্রিয় করতে রেখেছেন অনন্য ভূমিকা। নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান নৃত্যাঞ্চলের অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। এবার এই শিল্পীকে দেখা যাবে অন্য এক ভূমিকায়। এসএ টেলিভিশনের রান্না বিষয়ক নিয়মিত অনুষ্ঠান স্টার লাইন রান্নঘরে দেখা যাবে তাঁকে।
অনুষ্ঠানে তাঁর সাথে অংশ নেবেন একজন শিক্ষানবিশ। তাদের কোন একটি বিশেষ খাবার রান্না, রন্ধন প্রনালী এবং ঐ খাবারের পুষ্টিগুণ ও অন্যান্য বিষয় উঠে আসবে এ অনুষ্ঠানে। প্রতিটি পর্বে দুটি করে রেসিপি থাকবে। একটি ওভেনে তৈরি করা হবে অন্যটি চুলায় রান্না করা হবে।
আবু জাফর রায়হানের প্রযোজনায় ‘স্টার লাইন রান্নাঘর’ অনুষ্ঠানটি এসএ টেলিভিশনে প্রচারিত হয় প্রতি বৃহষ্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে।
সাতদিন/এমজেড