রাত ৮টা, ২৫ জুন, গ্যাটে ইনস্টিটিউট, ঢাকা
অভিনয়, সংগীত ও সাহিত্য-পাঠের সমন্বয়ে
ভিন্নধর্মী পরিবেশনা ‘স্টর্ম স্টিল’
অস্ট্রিয়ান সাহিত্যিক পিটার হ্যান্ডকে রচিত উপন্যাস ‘স্টর্ম স্টিল’-এর এক ভিন্নধর্মী পরিবেশনার আয়োজন করা হয়েছে। উপন্যাসটিকে মঞ্চে উপস্থাপনের জন্য রূপান্তর করেছেন সংগীতজ্ঞ বরুণ কিশোর। তাঁর সংগীতায়োজনের সাথে উপন্যাসটিকে অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলবেন অভিনেতা তানাজি দাশগুপ্ত। ঢাকার ধানমণ্ডিতে অবস্থিত গ্যাটৈ ইনস্টিটিউটে (বাড়ি-১০, রোড-৯ নতুন) ২৫ জুন রাত ৮টায় এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, আয়োজনটি ২৬ জুন সন্ধ্যা ৭টায় ঢাকার যাত্রা বিরতীতে (৬০ কামাল আতাতুর্ক এভিন্যু, ঢাকা) প্রদর্শিত হবে।
সাতদিন/এমজেড