রাত ৮টা, ৯ আগস্ট, জিটিভি

অপি’স গ্লোয়িং চেয়ার-এ অতিথি

সাহিত্যিক সমরেশ মজুমদার

উপস্থাপনা: অপি করিম
পরিচলান: শাহরিয়ার শাকিল


অপি করিমের উপস্থাপনায় জিটিভি’র আড্ডার অনুষ্ঠান “অপি’স গ্লোয়িং চেয়ার”-এর এবারের পর্বে অতিথি হিসেবে ধাকছেন প্রখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদার। ‘উত্তরাধিকার’, ‘কালবেলা’, ‘কালপুরুষ’-এর মত জনপ্রিয় উপন্যাসের জনক এই লেখক বলবেন ব্যক্তি সমরেশ মজুমদার থেকে তারকা সমরেশ মজুমদার হয়ে ওঠার গল্প। অনুষ্ঠানের মাধ্যমে দর্শক জানতে পারবে সমরেশ মজুমদারের জীবনের অনেক না বলা কথা।


উল্লেখ্য, সমরেশ মজুমদারের জন্ম ১৯৪২ সালের ১০ মার্চ। জলপাইগুড়ির চা-বাগান এলাকায় কেটেছে তাঁর শৈশব যার প্রভাব তাঁর লেখাতে রয়েছে। তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস ‘দৌড়’ যা ১৯৭৬ সালে দেশ পত্রিকায় প্রকাশিত হয়। সমরেশ মজুমদার সৃষ্ট বিখ্যাত গোয়েন্দা চরিত্র অর্জুন।

উপস্থাপনায় ফেরা প্রসঙ্গে অপি বলেন-‘অনেকদিন পর আবারও কোনো অনুষ্ঠানের উপস্থাপনা করলাম। মূলত অনুষ্ঠানের বিষয়বস্তুই এই কাজটি করতে আমাকে আগ্রহী করেছে। আশা করি প্রিয় তারকাদের নিয়ে নির্মিত এই আয়োজনটি সব শ্রেণীর দর্শকদের ভালো লাগবে।’


সাতদিন/এমজেড

৯ আগস্ট ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›