রাত ৮টা ৩০ মি, ২৬ জুন, চ্যানেল নাইন
মুহাম্মদ জাফর ইকবাল রচিত
গাব্বু এবং প্রফেসর রিফাত
পরিচালনা: মোরশেদুল ইসলাম
অভিনয়: আফজাল হোসেন, মুনিরা মিঠু
গাব্বু বারো বছরের একটা ছেলে, যার সব কিছুতেই কৌতূহল—যেটা অনেক সময়ই মাত্রা ছাড়িয়ে যায়। তার বাবা-মা, ভাই-বোনের জীবন অতিষ্ঠ। গাব্বুও কোনোভাবেই বোঝাতে পারে না কৌতূহল খুবই স্বাভাবিক ব্যাপার। ঠিক এরকম সময়ই প্রবাসী বিজ্ঞানী প্রফেসর রিফাত এলেন বাংলাদেশে বেড়াতে। কেমন করে জানি তার সঙ্গে প্রথমে পরিচয়, তারপর ঘনিষ্ঠতা হয়ে গেল গাব্বু নামের ছেলেটির। বিখ্যাত এই বিজ্ঞানী আর ছোট এই ছেলেটির মাঝে বিচিত্র বন্ধুত্ব দিয়ে শুরু হয় ‘গাব্বু এবং প্রফেসর রিফাত’ নাটকের কাহিনী।
মুহাম্মদ জাফর ইকবালের গল্প অবলম্বনে নাটকটি পরিচালনা করেছেন মোরশেদুল ইসলাম। এতে অভিনয় করেছেন আফজাল হোসেন, মুনিরা মিঠু এবং একদল শিশু শিল্পী।
সাতদিন/এমজেদ