রাত ১১টা, ২৫ জুন, এসএটিভি

তিন গ-এর বিষয়

বাংলাদেশের ক্রিকেট

অতিথি: খন্দকার জামিল উদ্দিন, নাজমুন নূর রবীন, সৈয়দ মোহাম্মদ মামুন ও এম এম কায়েস
উপস্থাপনা: সায়ফুল হুদা
গবেষণা ও সমন্বয়: নাজমুল হক
প্রযোজনা: রেজাউল করিম রেজা


১২ জুন ২০১৪ থেকে এসএ টেলিভিশনে প্রতি বৃহস্পতিবার প্রচারিত হচ্ছে ভিন্নধর্মী আলোচনা অনুষ্ঠান ‘তিন গ’। এখানে তিন গ বলতে বোঝানো হয়েছে—গণতন্ত্র, গণমাধ্যম এবং গণমানুষ। অনুষ্ঠনে আমন্ত্রণ জানানো হয় দেশের প্রখ্যাত বুদ্ধিজীবী এবং বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিবর্গকে। এছাড়া সাধারণ জনগণ ও তরুণ প্রজন্মের ১৬ জন অতিথি উপস্থিত থাকেন এই অনুষ্ঠানে। সাধারণ অতিথিরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করার মধ্য দিয়ে আলোচনায় অংশ নেওয়ার সুযোগ পেয়ে থাকেন।

এবারের অনুষ্ঠানের বিষয় ‘বাংলাদেশের ক্রিকেট’। এ বিষয়ে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন, জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাজমুন নূর রবীন, বাসস-এর স্পোর্টস ইনচার্জ সৈয়দ মোহাম্মদ মামুন ও সকালের খবরের ক্রীড়া সম্পাদক এম এম কায়েস।

সাতদিন/এমজেড

২৫ জুন ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›