রাত ৯টা, ২৭ জুন, মাছরাঙা টেলিভিশন

অদিতি মহসিনের উপস্থাপনায়

আলোর ভুবনে’র অতিথি

ইমদাদুল হক মিলন ও সাদী মহম্মদ

প্রযোজনা: স্বীকৃতি প্রসাদ বড়ুয়া


মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আড্ডা ও গানের আসর ‘আলোর ভূবনে’। সমাজে এমন কিছু মানুষ আছেন যারা মেধা, শ্রম ও নিষ্ঠায় নিজেদেরকে নিয়ে গেছেন সাফল্যের চূড়ায়। বিভিন্ন অঙ্গনের এমন আলো ছড়ানো মানুষদের নিয়ে মাছরাঙা টেলিভিশন নির্মাণ করছে বিশেষ এই অনুষ্ঠান। জনপ্রিয় রবীন্দ্রসংগীতশিল্পী অদিতি মহসিনের উপস্থাপনায় এবারের পর্বে অতিথি হিসেবে থাকবেন জনপ্রিয় সাহিত্যিক ও ঔপন্যাসিক ইমদাদুল হক মিলন। সেই সাথে থাকবেন সংগীতশিল্পী সাদী মহম্মদ। ইমদাদুল হক মিলনের পছন্দের গান গেয়ে শোনাবেন তিনি।


উল্লেখ্য, দুই বাংলায় সমান জনপ্রিয় লেখক ইমদাদুল হক মিলন ১৯৫৫ সালের ৮ সেপ্টেম্বর বিক্রমপুরে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি দৈনিক কালের কন্ঠ পত্রিকার সম্পাদক হিসেবে কর্মরত আছেন। অপরদিকে সাদী মহম্মদ বাংলাদেশের রবীন্দ্রসংগীত চর্চার পথিকৃত। দীর্ঘ দিন ধরে তিনি শিল্পী এবং শিক্ষক হিসেবে এ দেশের সংগীত জগতে অবদান রাখছেন। শান্তিনিকেতনের বিশ্বভারতীতে সংগীত শিক্ষা লাভের বিরল সৌভাগ্য অর্জনকারীদের একজন তিনি।

স্বীকৃতি প্রসাদ বড়ুয়ার প্রযোজনায় ‘আলোর ভূবনে’ অনুষ্ঠানটি মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হয় সপ্তাহের প্রতি শনিবার রাত ৯টায়।

সাতদিন/এমজেড

২৭ জুন ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›