রাত ৮টা ৩০ মি, ১০ জুলাই, দেশ টিভি

ট্রিক্স রান্নাঘর-এ

মডেল অভিনেত্রী হাসিন

উপস্থাপনা: আলপনা হাবীব


দেশ টিভির সাপ্তাহিক রান্নার অনুষ্ঠান ট্রিক্স রান্নাঘর অতিথির সাথে'। অনুষ্ঠানে দেখানো হয় দেশি, বিদেশি, ঐতিহ্যবাহী রেসিপির রান্না। প্রতিটি পর্বে বিভিন্ন অঙ্গনের একজন সেলিব্রেটিকে আমন্ত্রণ জানানো হয়। এবারের পর্বে আসছেন নাট্য ব্যাক্তিত্ব আবুল হায়াত। ‘ট্রিক্স রান্নাঘর অতিথির সাথে’ উপস্থাপনা করেছেন বাংলাদেশ মহিলা রন্ধনশিল্পী অ্যাসোসিয়েশনের সহ সভাপতি রান্নাবিদ আলপনা হাবীব। প্রচারিত হবে শুক্রবার ৮টা ৩০ মিনিটে দেশ টিভিতে।

১০ জুলাই ২০১৫

ম্যাগাজিন

 >  Last ›