রাত ৯টা ৪৫ মি, ২৭ জুন, দেশ টিভি
বেলা অবেলা সারাবেলা’র অতিথি
গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান
উপস্থাপনা: আসাদুজ্জামান নূর
বরেণ্য ব্যক্তিদের সঙ্গে কথোপকথনের অনুষ্ঠান ‘বেলা অবেলা সারাবেলা’র এবারের পর্বের অতিথি দেশের প্রখ্যাত প্রবীণ গীতিকারদের একজন মোহাম্মদ রফিকুজ্জামান। ‘এই রেল লাইনের ধারে’ গানটির মত বহু জনপ্রিয় গানের রচয়িতা তিনি। তাঁর লেখা গান গেয়ে জনপ্রিয়তা পেয়েছেন সাবিনা ইয়াসমিনের মত দেশবরেণ্য শিল্পীরা। বিশেষ করে দেশাত্ববোধক গানের ক্ষেত্রে তাঁর বিশেষ অবদান রয়েছে। সংগীতবিষয়ক টিভি অনুষ্ঠানে উপস্থাপনাও করেছেন তিনি। তাঁর উপস্থাপনায় গাজি টিভিতে দীর্ঘ দিন প্রচারিত হয়েছে বৈঠকী গানের অনুষ্ঠান ‘আবারও শুনতে ইচ্ছা করে’।
অনুষ্ঠানে তিনি জানাচ্ছেন সংগীত জগতে তার দীর্ঘ দিনের পথ চলার গল্প। সেই সাথে তিনি জানাচ্ছেন তাঁর অতিতের স্মৃতিময় ঘটনা এবং বর্তমান ব্যস্ততা সম্পর্কে। প্রখ্যাত অভিনেতা ও বর্তমান বাংলাদেশ সরকারের সংস্কৃতিমন্ত্রী জনাব আসাদুজ্জামান নূরের উপস্থাপনায় আনুষ্ঠানটি দেশটিভিতে প্রচারিত হয় সপ্তাহের প্রতি শুক্রবার রাত ৯টা ৪৫ মিনিটে।
সাতদিন/এমজেড