স
কাল ১১টা, ২৭ জুন, দেশটিভি
একক নাটক
রোদ মেখো সূর্যমুখী
রচনা ও পরিচালনা: মাসুদ হাসান উজ্জ্বল
অভিনয়: বন্যা মির্জা, অপি করিম, সজল
দেশটিভিতে প্রচারিত হবে একক নাটক ‘রোদ মেখো সূর্যমুখী’। নাটকের গল্প আবর্তিত হয়েছে কিছুটা পাগলাটে চরিত্রের প্রতিভাবান এক যুবককে কেন্দ্র করে। জীবনের নানা জটিলতাকে এড়িয়ে সে নিজের ইচ্ছামাফিক জীবন করতে পছন্দ করে। জীবিকার তাগিদে ফুটপাথে বই বিক্রি করে। প্রেমের প্রতীক্ষায় অধীর এ যুবককে বার বার মুখোমুখি হতে হয় তীব্র প্রত্যাখ্যানের। এ সময় তার জীবনে নাটকীয়ভাবে ঢুকে পড়ে এক নারী। কাহিনীর মোড় ঘুরে যায় অন্যদিকে।
মাসুদ হাসান উজ্জ্বলের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন বন্যা মির্জা, অপি করিম, সজলসহ অন্যরা।
সাতদিন/এমজেড