রাত ৯টা ১০ মি, ২৮ জুন, মাছরাঙা টেলিভিশন

টি উইথ টুটলি’র অতিথি

নৃত্যশিল্পী লুবনা মরিয়ম

উপস্থাপনা: টুটলি রহমান
প্রযোজনা: রাকিবুল আলম


মাছরাঙা টেলিভিশনের সেলিব্রিটি টক শো ‘টি উইথ টুটলি’-তে এবারের পর্বে অতিথি হিসেবে থাকবেন প্রবীণ নৃত্যশিল্পী এবং শিক্ষক লুবনা মরিয়ম। প্রাণবন্ত আড্ডায় নিজের পেশাজীবন, লাইফ স্টাইল, পথচলার নানা অভিজ্ঞতা, মজার ঘটনাসহ বিভিন্ন বিষয়ে কথা বলবেন তিনি।

নৃত্য গবেষক ও প্রথিতযশা নৃত্যশিল্পী লুবনা মরিয়ম। তাঁর আরেকটি বড় পরিচয় হল তিনি একজন সাংস্কৃতিক মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে তিনি সাংস্কৃতিক কর্মাণ্ডের মাধ্যমে মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন। তাঁর পিতা কাজী নরুজ্জামান একজন সেক্টর কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধ করেছেন। নৃত্যশিল্পী হিসেবে লুবনা মরিয়ম দেশে ও বিদেশে নৃত্য পরিবেশন করে খ্যাতি অর্জন করেছেন। ধ্রুপদী নৃত্যে বিশেষ অবদানের জন্য তাঁকে বিশ্বরত্ন ভূপেন হাজারিকা আন্তর্জাতিক সংহতি পুরস্কার দেওয়া হয়।

বিভিন্ন অঙ্গনের সেলিব্রেটিদের ব্যক্তিজীবন ও ক্যারিয়ারের নানা বিষয় নিয়ে আলোচনার অনুষ্ঠান ‘টি উইথ টুটলি’ উপস্থাপনা করছেন টুটলি রহমান। রকিবুল আলমের প্রযোজনায় অনুষ্ঠানটি মাছরাঙা টেলিভিশনে নিয়মিত প্রচারিত হয় সপ্তাহের প্রতি রবিবার রাত ৯টা ১০ মিনিটে।

সাতদিন/এমজেড

২৮ জুন ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›