রাত ১২টা ২ মি, ২৯ জুন, মাছরাঙা টিভি

বিরতিহীন ভালোবাসার নাটক

শুভ মৃত্যু

রচনা: ম ম র রুবেল
পরিচালনা: সুজন বড়ুয়া
অভিনয়: সোহান খান, মাশিয়াত, তারিক আনাম খান


ওসমান ও স্বর্ণা দুজন দুজনকে অনেক ভালোবাসে। স্বর্ণার যখন বিয়ে ঠিক হয় তখন তারা পালিয়ে ঢাকায় এসে বিয়ে করে। স্বর্ণা জানত ওসমান ঢাকায় অনেক বড় চাকরি করে এবং আলাদা ফ্ল্যাটে থাকে। কিন্তু বিয়ের পর ওসমান স্বর্ণাকে নিয়ে একটি মেসে ওঠে। স্বর্ণা বুঝতে পারে, যে মানুষটিকে বিশ্বাস করে বাবা-মাকে ছেড়ে পালিয়ে এসেছে সে তার সঙ্গে প্রতারণা করেছে। আসলে ওসমান যা করেছে তা শুধু স্বর্ণাকে অনেক বেশি ভালোবাসে বলে। সব কিছু মেনে দুজন ছোট্ট সুখের জীবন শুরু করে। কিন্তু অভাব তাদের পিছু ছাড়ে না। তারা বিভিন্ন অফিসে চাকরির জন্য ঘুরতে থাকে। চাকরি আর হয় না। যে অফিসেই যায় অফিসের কর্মকর্তারা চাকরি দেওয়ার নামে বিভিন্নভাবে ওসমানের সুন্দরী বউ স্বর্ণার দিকে কুদৃষ্টি দেয়। মিথ্যা প্রলোভন দেখিয়ে বিশিষ্ট শিল্পপতি ইরফান চৌধুরী টাকা দেয়ার বিনিময়ে স্বর্ণাকে তার বাংলো বাড়িতে এক রাত রেখে দেয়। ওসমান তার ভুল বুঝতে পেরে ছুটে যায় বাংলো বাড়িতে এবং ক্ষমা চেয়ে তার ভালোবাসার মানুষকে ফেরত চায়। এভাবেই ভালোবাসার কাছে শুভ মৃত্যু ঘটে ইরফান চৌধুরীর সব লোভ, লালসা ও মোহের। এমন এক গল্প অবলম্বনে নির্মিত হয়েছে নাটক ‘শুভ মৃত্যু’।


ম ম র রুবেলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সুজন বড়ুয়া। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, মাশিয়াত, সোয়ান খান, বাহার, শিখা কর্মকার ও কোহিনুর।

সাতদিন/এমজেড

২৯ জুন ২০১৫

নাটক

 >  Last ›