বিকাল ৪টা ৩০ মি, ২৯ জুন, পাঠশালা সিনে ক্লাব, ঢাকা

চলচ্চিত্র ‘উইকেন্ড চিল’-এর প্রদর্শনী ও আলোচনা


ঢাকার ধানমণ্ডিতে অবস্থিত পাঠশালা সিনে ক্লাবের (বাড়ি-৫৮, রোড-১৫/এ নতুন) আলমগীর কবির ক্লাসরুমে ২৯ জুন প্রদর্শিত হবে ভিন্নধর্মী চলচ্চিত্র ‘উইকেন্ড চিল’-এর প্রদর্শনী। নিঃসঙ্গ এক নারীর জীবনকে কেন্দ্র করে আবর্তিত হয় চলচ্চিত্রটির কাহিনী। ৮৪ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রটি নির্মাণ করেন ভারতীয় নির্মাতা সুদিপ্ত আচার্য। প্রদর্শনী শেষে পরিচালক সুদিপ্ত আচার্য’র সাথে আড্ডা-আলোচনার আয়োজন করা হয়েছে। ক্লাবের সদস্যরা ১০০ টাকা এবং অন্যরা ১২৫ টাকার বিনিময়ে রেজিস্ট্রেশন করে আয়োজনটি উপভোগ করতে পারেন। বিকাল ৪টা ৩০ মিনিট থেকে পাঠশালা সিনেক্লাব প্রাঙ্গণে রেজিস্ট্রেশন শুরু হবে।


চলচ্চিত্রে উঠে আসে এক নিঃসঙ্গ নারীর গল্প। সপ্তাহ শেষের ছুটির দিনে যার কিছুই করার থাকে না। হোস্টেলের অন্যরা যখন তাদের প্রেমিকদের নিয়ে ব্যস্ত সেই সময় বিশাল হোস্টেল ভবনটি তার কাছে অসহ্য হয়ে উঠে। ভালোবাসাহীন জীবন এবং অস্তিত্ব তার কাছে হয়ে উঠে বোঝা। তার সাথে যুক্ত হয় অতীত জীবনে ব্যর্থতার স্মৃতি। সব মিলিয়ে মানব অস্তিত্বের এক যন্ত্রণাকাতর দিক চিত্রায়িত হয় ‘উইকেন্ড চিল’ শিরোনামের চলচ্চিত্রে। এতে অভিনয় করেছেন মল্লিকা মজুমদার ও সমাদর্শী দত্ত।

প্রদর্শনী শেষে পরিচালক সুদিপ আচার্য’র অংশগ্রহণে আড্ডা আলোচনা অনুষ্ঠিত হবে যার শিরোনাম ‘চ্যালেঞ্জেস অফ ইন্ডিপেন্ডেন্ট ফিল্মমেকিং’। এতে তিনি তাঁর চলচ্চিত্র ‘উইকেন্ড চিল’ নির্মাণের অভিজ্ঞতা এবং তা করতে গিয়ে যে সমস্ত বাধা বিপত্তির মুখোমুখি হতে হয়েছে সেই সব বিষয় শ্রোতাদের উদ্দেশ্য তুলে ধরবেন।

সাতদিন/এমজেড

২৯ জুন ২০১৫

মুভি

 >  Last ›