সকাল ১০টা ২০ মি, ২৯ জুন, বৈশাখী টেলিভিশন
আলাপ-এর অতিথি নিরব
উপস্থাপনা: শান্তা জাহান
প্রযোজনা: পলাশ মাহবুব
বৈশাখী টেলিভিশনের নিয়মিত আড্ডার অনুষ্ঠান ‘আলাপ’-এর অতিথি হিসেবে আসছেন জনপ্রিয় মডেল অভিনেতা নিরব। বাংলালিংকের বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মধ্য দিয়ে খ্যাতি অর্জন করেন নিরব। এরপর থেকে শুধু সামনে এগিয়ে চলা। মডেলিং-এর পাশাপাশি শুরু করেন অভিনয়। ছোট এবং বড় পর্দায় সমানভাবে ব্যস্ত হয়ে পড়েন তিনি।
২০০৯ সালে শাহীন সুমন পরিচালিত ‘মন যেখানে হৃদয় সেখানে’ চলচ্চিত্রের মাধ্যমে নায়ক হিসেবে চলচ্চিত্রে অভিষেক ঘটে নিরবের। এ পর্যন্ত তাঁর ১৯টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। এ ছাড়া অভিনয় করেছেন বহু টিভি নাটকে।
পলাশ মাহবুবের প্রযোজনায় ‘আলাপ’ অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনে প্রচারিত হয় সপ্তাহের প্রতি রবিবার থেকে বৃহষ্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে আছেন শান্তা জাহান।
সাতদিন/এমজেড