বিকাল ৩টা ৩০ মি, ২৯ জুন, এসএ টিভি

অন্তরে মম’র এবারের ব্যক্তিত্ব

কবি আল মাহমুদ

প্রযোজনা: ইয়াকুব আলী মিঠু
সহকারী প্রযোজক: জহির উদ্দিন রবিন


এসএ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘অন্তরে মম’। অনুষ্ঠানটির প্রতি পর্বে দেশের একজন খ্যাতিমান গুণী ব্যক্তিত্বকে দর্শকদের সামনে তুলে ধরা হয়। একজন গুণী ব্যক্তির লাইফ প্রোফাইল তুলে ধরার পাশাপাশি অনুষ্ঠানে থাকে সংক্ষিপ্ত সাক্ষাৎকার এবং তথ্যচিত্র। অনুষ্ঠানটির এবারের ব্যক্তিত্ব কবি আল মাহমুদ।

আল মাহমুদ মূলত কবি হিসেবে পরিচিত হলেও কবিতা লেখার পাশাপাশি তিনি রচনা করেছেন সার্থক উপন্যাস, ছোটগল্প এবং প্রবন্ধ। তাঁর পুরো নাম মীর আব্দুস শুকুর আল মাহমুদ ১৯৩৬ সালের ১১ জুলাই তিনি ব্রাহ্মণবাড়িয়ার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সাংবাদিকতা করেছেন দীর্ঘ দিন। ১৯৬৩ সালে তাঁর কাব্যগ্রন্থ ‘লোক লোকান্তর’ প্রকাশিত হলে তিনি লেখক সমাজে পরিচিতি লাভ করেন। এরপর একে একে প্রকাশিত হয় তাঁর ‘কালের কলস’, ‘সোনালী কাবিন’, ‘মায়াবী পর্দা দুলে ওঠে’, ‘প্রেমের গল্প’, ‘পানকৌড়ির রক্ত’ ইত্যাদি গ্রন্থ।

ইয়াকুব আলী মিঠুর প্রযোজনায় ‘অন্তরে মম’ অনুষ্ঠানটি রমজান মাসে এসএ টেলিভিশনে নিয়মিত প্রচারিত হচ্ছে প্রতি বুধবার বিকাল ৩টা ৩০ মিনিটে। অনুষ্ঠানের সহকারী প্রযোজকের দায়িত্ব পালন করছেন জহির উদ্দিন রবিন।

সাতদিন/এমজেড

২৯ জুন ২০১৫

ডকুমেন্টারি

 >  Last ›