দুপুর ১২টা ৩৫ মি, ৩০ জুন, আর টিভি
বাংলা ছায়াছবি: মা বড় না বউ বড়
পরিচালক: শেখ নজরুল ইসলাম
অভিনয়: আমিন খান, নিপুন, ডলি জহুর, রাজ্জাক, আলীরাজ, কাজী হায়াত
আমিন খান একজন পুলিশ অফিসার। তার স্ত্রী নিপুণ । কিন্তু সে তার স্ত্রীর তুলনায় তার মাকে গুরুত্ব দেয় বেশি । যার কারণে তার মা এবং শাশুড়ির মধ্যে সবসময় একটি দন্ধ লেগে থাকে। এক পর্যায়ে নিপুণের ভাই খুনের মামলার আসামী হয়ে পড়েন। তখন আমিন খান তার শালক কে ধরতে আসলে আলী রাজ তাকে বাধা দেন ও পালিয়ে যেতে সাহায্য করেন। বাধা দেয়ার এক পর্যায়ে দস্তাদস্তিতে আলীরাজ আহত হন । তখন নিপুণ ও তার স্বামীকে আঘাত করে। এই নিয়ে নিপুণ ও আমিন খানের পরিবারের মধ্যে ঝগড়া লেগে যায় ।
শেখ নজরুল ইসলামের পরিচালনায় বাংলা ছায়াছবি “মা বড় না বউ বড়” দেখবেন আজ দুপুর ১২ টা ৩৫ মিনিটে আর টিভিতে। এতে অভিনয় করেছেন আমিন খানঁ, নিপুন, ডলি জহুর, রাজ্জাক,আলীরাজ, কাজী হায়াত প্রমুখ।