রাত ৯টা ১৫ মি, ৩০ জুন, চ্যানেল নাইন
বাংলা নামে দেশ-এর অতিথি
কামাল লোহানী
প্রযোজনা: মাহফুজুল হক
উপস্থাপনা: আহমেদ তোফায়েল
বরেণ্য ব্যক্তিদের অংশগ্রহণে ভিন্নধর্মী এক কথপোকথনের অনুষ্ঠান ‘বাংলা নামে দেশ’। অনুষ্ঠানের প্রতি পর্বে একজন সফল ও বরেণ্য ব্যক্তি’র সাথে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা হয়। প্রথমেই আমন্ত্রিত ব্যক্তির জীবন ও কর্ম সম্পর্কে দর্শকদের জানিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ তথ্য। এরপর অতিথির কাছে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কিছু নির্দিষ্ট প্রশ্ন করা হয়। দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপট, মানুষের আশার সাথে দেশের সামগ্রিক অবস্থার তুলনা, রাজনৈতিক পরিস্থিতি ইত্যাদি বিষয় আলোচনায় উঠে আসে। অনুষ্ঠানের এবারের পর্বে অতিথি হিসেবে থাকছেন প্রখ্যাত সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠক কামাল লোহানী।
একুশে পদক প্রাপ্ত সাংবাদিক কামাল লোহানী’র পুরো নাম আবু নঈম মোহাম্মদ মোস্তফা কামাল লোহানী। তিনি সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ‘দৈনিক আজাদ’, ‘দৈনিক সংবাদ’, ‘দৈনিক পূর্বদেশ’, ‘দৈনিক বার্তা’সহ বিভিন্ন পত্রিকায় কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি দু দফায় সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-সম্পাদক ছিলেন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া গণশিল্পী সংস্থার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। সাংস্কৃতিক সংগঠন ছায়ানট-এর প্রতিষ্ঠাকালে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং স্বল্প সময়ের জন্য তিনি সংগঠনটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
‘বাংলা নামে দেশ’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহফুজুল হক। আহমেদ তোফায়েল-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি চ্যানেল নাইন-এ প্রচারিত হবে ৩০ জুন রাত ৯টা ১৫ মিনিটে।
সাতদিন/এমজেড