সকাল ৭টা ৩০ মি, এসএ টিভি
রবির আবীর-এর অতিথি
সংগীতশিল্পী শিমু দে
প্রযোজনা: খালিদ পলাশ ও মনি পাহাড়ি
সকালের আবহে গান ও আড্ডা নিয়ে এসএ টেলিভিশনের আয়োজন ‘রবির আবীর’। অনুষ্ঠানটির প্রতি পর্বে এক বা একাধিক অতিথি উপস্থিত থাকেন। অনুষ্ঠান সঞ্চালকের সাথে অতিথির আড্ডার ফাঁকে ফাঁকে সম্প্রচার করা হয় গান। অনুষ্ঠানের এবারের পর্বের অতিথি জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের প্রতিযোগিতায় স্বীকৃতি পাওয়া সংগীতশিল্পী শিমু দে।
খালিদ পলাশ ও মনি পাহাড়ির প্রযোজনায় ‘রবির আবীর’ আনুষ্ঠানটি এসএ টেলিভিশনে প্রচারিত হয় প্রতিদিন সকাল ৭টা ৩০ মিনিটে।
সাতদিন/এমজেড