সকাল ১০টা ৪০মি, ৩০ জুন, আর টিভি

তারকালাপ এ আজকের অতিথি

সৈয়দ হাসান ইমাম ও লায়লা হাসান

উপস্থাপনায়: পারিহা লিমা
প্রযোজনা: এম সামসুদ্দিন মিঠু


আর টিভির প্রতিদিনকার সেলিব্রেটি আড্ডানুষ্ঠান প্রান ম্যাংগো তারকালাপ। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এ অনুষ্ঠানের প্রতি পর্বে একজন করেন জনপ্রিয় সেলিব্রেটি উপস্থিত থাকেন। অনুষ্ঠানে দেখানো অতিথির প্রোফাইল জানানো হয় তার সম্পর্কে। আড্ডা-আলোচনার মাধ্যমে উঠে আসে আমন্ত্রিত অতিথির সাফল্য-ব্যর্থতার গল্প, ভবিষ্যৎ ভাবনা ইত্যাদি বিষয়। দর্শকরা সরাসরি কথা বলতে পারেন উপস্থিত তারকার সাথে।


এবারের পর্বে অতিথি হয়ে আসছেন তারকা দম্পতি সৈয়দ হাসান ইমাম ও লায়লা হাসান।

এম সামসুদ্দিন মিঠুর প্রযোজনায় পারিহা লিমার উপস্থাপনায় 'প্রান ম্যাংগো তারকালাপ' প্রচারিত হয় সকাল ১০ টা ৪০ মিনিটে আর টিভিতে।

সাতদিন/এমজেড

৩০ জুন ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›